দলিল বলতে যে কোন চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপ বোঝায়। তবে বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমি-জমা ক্রয়-বিক্রয়, বণ্টন এবং হস্তান্তরের জন্য ‘দলিল’ শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। দলিলের পাঁচটি মৌলিক তথ্য হলো:
(১) সম্পত্তির বর্ণনা,
(২) দাতার পরিচয়,
(৩) গ্রহীতার পরিচয়,
(৪) সাক্ষীদের পরিচয় এবং
(৫) দলিল সম্পাদনের তারিখ।
দলিল সম্পাদনের পর সরকারের মনোনীত কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের বিধান রয়েছে। এতে দলিলের আইনি বৈধতা দৃঢ়তর হয়। দলিল সম্পাদনের জন্য সরকারকে রাজস্ব দিতে হয়।
জমি-জমা ক্রয়-বিক্রয় এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হলেও যে কোনও চুক্তির ক্ষেত্রে দলিল শব্দটি প্রয়োগ করা যায়। বিয়ের কাবিননামা, যুদ্ধের আত্মসমর্পণ চুক্তি, ক্রয়ের জন্য লিখিত কার্যাদেশ, আদালতের আদেশনামা ইত্যাদিও দলিল পর্যায়ভুক্ত।
দলিল মূলত ১৭ প্রকার
সাফকবলা দলিল
দানপত্র দলিল
হেবা দলিল
হেবা বিল এওয়াজ
এওয়াজ দলিল
বণ্টননামা দলিল
অছিয়তনামা দলিল
উইল দলিল
না-দাবী দলিল
বয়নামা দলিল
দখলনামা দলিল
রায় দলিল
ডিক্রি দলিল
আরজি দলিল
আদালত যোগে সাফকবলা দলিল
বায়নাপত্র দলিল
বেনামী দলিল
No comments:
Post a Comment